আমরা অনেকেই ভাইরাসের ফলে আক্রান্ত পেন-ড্রাইভের Hidden ফাইল ওপেন করতে পারি না। কিংবা অনেক সময় দেখা যায় আমাদের পেন-ড্রাইভ এ virus attack এর ফলে file গুলো দেখা যায় না। তবে পেন-ড্রাইভের উপরে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে প্রোপার্টিজে গেলে দেখা যায়, পেনড্রাইভে কিছু ডাঁটা আছে অর্থাৎ পেন-ড্রাইভ কিছু মেমোরি দখল করে আছে, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে না। সেগুলো দেখার জন্য কোন সফটওয়্যার ব্যাবহার না করেই নিচের কয়েকটি সহজ ধাপ অনুসরণ করে পেন-ড্রাইভের লুকানো ফাইল উদ্ধার করুনঃ
১। প্রথমে আপনার "পেনড্রাইভ" ইউএসবি পোর্টে লাগান।
২। এরপর "windows+R" একশাথে চেপে run open করুন।
৩। এরপর এতে লিখুন "cmd" এবং "Ok" তে ক্লিক করুন।
২। এরপর "windows+R" একশাথে চেপে run open করুন।
৩। এরপর এতে লিখুন "cmd" এবং "Ok" তে ক্লিক করুন।
চিত্র-১ঃ
৪। তারপর আপনার পেন ড্রাইভ এর লেটার লিখে "Enter" চাপুন। মনে করি, পেন ড্রাইভ এর লেটার "i" তাহলে i লিখে Enter চাপুন। ঠিক এইভাবেঃ i:
৫। এরপর attrib -s -h /s /d *.* লিখে Enter চাপুন।
৫। এরপর attrib -s -h /s /d *.* লিখে Enter চাপুন।
চিত্র-২ঃ
টিপসঃ পেনড্রাইভে কোনো ফাইল বা ফোল্ডার রাখলে সেগুলো জিপ করে রাখবেন। সাধারণত জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমণ করে না।
0 comments:
Post a Comment