Tuesday, February 17, 2015

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার মাইগ্রেসন ও কোটার ফলাফল পাবেন যেভাবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার ২য় মেধা তালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা আজ ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ১৫ ফেব্রুয়ারি রোববার বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা বিষয়ক স্কুলের ভারপ্রাপ্ত ডীন প্রফেসর ড. মোবাশ্বেরা খানম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। চলুন জেনে নেওয়া যাক ফলাফল কিভাবে জানবেন।
উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী ইতোমধ্যে মেধা তালিকায় স্থান পেয়ে প্রার্থিত কোর্সে ভর্তি হয়েছে এবং একই সঙ্গে কোটায় নতুন কোর্স বরাদ্দ পেয়েছে সে সকল শিক্ষার্থী কোটায় বরাদ্দকৃত কোর্সে ভর্তি হতে চাইলে তাদের পূর্বের বর্তি বাতিল হয়ে যাবে৷
মোবাইলে ফলাফল দেখার নিয়মঃ মঙ্গলবার বিকেল ৪টা থেকে যেকোনো মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল প্রকাশ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে । এস.এম.এস এ ফলাফল দেখার নিয়ম নিচে দেওয়া হলোঃ

NU<স্পেস>AT<স্পেস>Roll No.

লিখে ১৬২২২ নম্বরে মেসেজ সেন্ড করে ফলাফল জানা যাবে।
বি.দ্রঃ এস.এম.এস এর মাধ্যমমে ফলাফল প্রকাশ হতে কিছুটা দেরি হতে পারে। এর আগে ১ম ও ২য় মেধা তালিকার ফলাফল প্রকাশ করতেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও ঘন্টা খানিক দেরি হয়েছিলো। তাই পুরোপুরি নিশ্চিত না হয়ে ফলাফল জানতে এস.এম.এস না করাই বুদ্ধিমানের কাজ হবে।
অনলাইনে ফলাফল দেখার নিয়মঃ রাত ৯টার পর থেকে অনলাইনে প্রকাশ হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ফলাফল দেখতে নিচের লিঙ্কে গিয়ে আপনার ভর্তির রোল নম্বর ও পিন নম্বর লিখে লগিন করতে হবেঃ

মাইগ্রেসন ও কোটার ফলাফল দেখার জন্য লগিন করতে ক্লিক করুন এখানে।

রিলিজ স্লিপে আবেদনঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষার রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া কবে শুরু হবে সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে কোটা ও মাইগ্রেসন এর ভর্তি কার্যক্রম শেষে ২২-২৫ তারিখের মধ্যে রিলিজ স্লিপের আবেদন প্রক্রিয়া শুরু হবে।

0 comments:

Post a Comment

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan