Friday, February 27, 2015

সেরা স্ক্রীন রেকর্ডার ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক (Debut Video Capture Software)

কম্পিটারের স্ক্রীন রেকর্ডারের জন্য অসংখ্য সফটওয়্যার রয়েছে। কিন্তু আপনি কোনটি বেছে নিবেন? নিশ্চয়ই ঐ সফটওয়্যারটিই যেটি সবচেয়ে ভালো। কিন্তু কাহিনী হল আপনি ভালো সফট কোনটি তা বুঝবেন কিভাবে? কথা যাই হোক, আমি আমার ব্যবহার করা কিছু সফট থেকে আপনার জন্য সব্যেছে ভালো সফটটি দেয়ার চেষ্টা করছি। বেশিরভাগই সফটওয়্যারই খুব বেশি মেগাবাইটের। কাজেই হয়তো আপনি এত সময় ধরে ডাউনলোড দিতে চাইবেন না। এজন্য আমি দিব মাত্র দেড় এমবিএর (1.5 MB) সফটওয়্যার! আশা করি সফটওয়্যারটি ভালো লাগবে। সফটওয়্যাড়টির  নাম

Debut Video Capture Software । 

আসুন দেখে নেওয়া যাক এর কিছু ফিচারঃ

১) ভিডিও কিংবা ইমেজ সরাসরি হার্ড ড্রাইভে সেভ হবে।
২) ভিডিও গুলো avi,wmv, flv, mpg, mp4, mov এবং অন্যান্য ফরমেটে করতে পারবেন।
৩) সম্পূর্ণ স্ক্রীন কিংবা আপনার পছন্দ মত স্ক্রীনের যে কোন সাইজ রেকর্ড করতে পারবেন।
৪) রেকর্ড করার সময় মাইক্রোফোন রেকর্ডিং অর্থাৎ আপনার কথা রেকর্ড করতে পারবেন।
৫) আপনার কথার পাশাপাশি ইচ্ছে করলে বক্সের সাউন্ড অর্থা সিস্টেম সাউন্ড রেকর্ড করতে পারবেন।
৬) মাউস হাইলাইট কিংবা হাইড করে ভিডিও রেকর্ড করতে পারবেন।
এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধা আপনি পাবেন যা সাধারণত অন্যান্য স্ক্রীন রেকর্ডিং সফটওয়্যারে থাকে না।
এখান থেকে ডাইরেক্ট ডাউনলোড করে নিন সফটওয়্যারটি।

Direct Download link 

0 comments:

Post a Comment

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan