Wednesday, February 25, 2015

কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট হওয়ার আগে এই টিউন টি একবার দেখেনিন(keyboard দিয়ে কম্পিউটার open করুন)

আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।আমিও আপনাদের দোয়ায় ভালো আছি।
তো কাজের কথায় আসা যাক।
অনেক সময় দেখা যায় যে , কম্পিউটারের পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়। এর ফলে কম্পিউটার open করতে আমাদের কষ্ট হয়ে যায় ।
এ জন্য আজ আমি আপনাদেরকে একটি সুন্দর টিপস দিব ।








যদি আপনাদের কম্পিউটারে পাওয়ার বাটন নষ্ট হয়ে যায়,তাহলে কিভাবে keyboard দিয়ে কম্পিউটার open করবেন।

এবার চলুন কিভাবে এই কাজটি করতে হয় দেখে নিই।

আপনার কম্পিউটার যদি চালু থাকে তাহলে কম্পিউটার বন্ধ করুন।

এবার কম্পিউটার এর পাওয়ার বাটন এ চাপ দেন , এবং চাপ দেওয়ার পর সাথে সাথে del অথবা F2 বাটন চাপুন। (আপনার কম্পিউটারে Bios এ প্রবেশের জন্য যে key চাপা লাগে সেটাই চাপুন)।
Bios ওপেন হলে power Management Setup এ যান ।

এবার এখানে Power On My Keyboard অপশন এ যান,এবং Enter দিন.
এখানে আপনাকে Password দিতে বলবে। (একবার অথবা দুইবার) .
আপনি Password দিয়ে Enter দিন।
এরপরে F10 দিয়ে Enter দিন।

এইতো কাজ শেষ ।

এবার আপনি কম্পিউটার বন্ধ করুন।
এরপরে আপনি কম্পিউটার এর Keyboard এ আপনার দেওয়া Password টিপুন এবং সাথে সাথে Enter টিপুন।
দেখেন কাজ করে কিনা।
আমি এই পদ্ধতিটি গিগাবাইট এ পরিক্ষা করেছি।
অন্যান্য MotherBoard এ এই পদ্ধতি কাজ করবে।

0 comments:

Post a Comment

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan