★যারা ভর্তি পরীক্ষায় পাশ করেছেন কিন্তু ১ম ও ২য় মেধা তালিকার কোনটাতে চান্স হয়নি তারা পূনরায় রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন।
★যারা ভর্তি পরীক্ষায় ফেল করেছেন তারা রিলিজ স্লিপের জন্যে আবেদন করতে পারবেন না।
★যারা চান্স পেয়েও উক্ত বিষয়ে পড়তে ইচ্ছুক না তারাও রিলিজ স্লিপ এর মাধ্যমে অন্য কলেজে ভর্তির আবেদন করতে পারবেন।
★রিলিজ স্লিপের জন্যে আবেদন অনলাইনে করতে হবে।
★মোট ৫ টি কলেজ চয়েজ দেওয়া যাবে। বাংলাদেশের যেকোন জেলায়, যেকোন কলেজ!
★জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে যে গ্রুপ ছিলেন সেই গ্রুপ নিয়ে রিলিজ আবেদন করতে পারবেন। (যেমন::কমার্স থেকে কেউ আর্টস-এ আসতে পারবেন না)
★রিলিজ স্লিপ আবেদন সরকারী ও বে-সরকারী কলেজ দুইটাতেই করা যায়। তবে সরকারী কলেজের যদি সিট খালি থাকে। আমার মতে সরকারী কলেজে রিলিজ স্লিপ আবেদন না করাই ভাল। কেননা অল্প সংখ্যক (৫/৬টা) সিট খালি থাকে। এই অল্প সংখ্যক সিট এ চান্স পাওয়া অনেক কঠিন। সুতরাং চয়েজটা নষ্ট না করে বে-সরকারী কলেজ এ চয়েজ দেওয়াই ভাল ।
★সরকারী ও বে-সরকারী কলেজের স্নাতক(সম্মান)-এর মান প্রায় সমান। কেননা একই সার্টিফিকেইট পাওয়া যায় এবং যা জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা পরিচালিত।
★সর্বমোট ৫ টি কলেজ চয়েজ দেয়া যাবে। কলেজ চয়েজ এর পাশাপাশি ১ নং, ২ নং, ৩ নং ক্রমানুসারে বিষয় চয়েজ দেওয়া যাবে। উক্ত কলেজে যতগুলো বিষয়ে অনার্স চালু আছে সবকটি চয়েজ দেওয়া যাবে।
★অনলাইনে আবেদনের সময় কোন বিষয়ে কতটি সিট খালি আছে তা উল্লেখ্য থাকবে। খুব সতর্কতার সহিত দেখে দেখে পছন্দ ক্রমে বিষয় চয়েজ দিতে পারবেন।
★আপনি কোন কোন কলেজে পড়তে ইচ্ছুক তা আগে থেকে ঠিক করে নেওয়াই ভাল। আবেদন করার সময় যাতে ঝামেলা না হয়।
★খুব সাবধানতার সহিত বুঝে রিলিজ স্লিপের জন্যে আবেদন করতে হবে। একবার যদি সাবমিট (Submit) হয়ে যায় তাহলে তা আর সংশোধনের সুযোগ নাই।
★সরকারি কলেজে অল্প সংখ্যক সিট খালি থাকে। সেই সিট-এ আশায় সরকারী কলেজে আবেদন না করাই ভাল। ৫ টি চয়েজ যদি বে-সরকারী কলেজে দেওয়া হয় তাহলে ভর্তির ১০০% সম্ভাবনা থাকে।
★১ম রিলিজ স্লিপ-এ যদি কেউ চান্স না পান তাহলে ২য় রিলিজ স্লিপ এর জন্যে আবেদন করতে পারবেন।
★২য় রিলিজ স্লিপ-এর জন্যে একই ভাবে আবেদন করতে হবে।
0 comments:
Post a Comment