Wednesday, February 25, 2015

ওয়েব পেজ মেকার,ভিডিও এডিটিং সহ গ্যারান্টি সহকারে আইপি হাইড সফটওয়্যার।না নামিয়ে যাবেন কই?

সবাইকে সালাম ও শুভেচ্ছা।টেকটিউনসের নির্ধারিত ফাইল শেয়ারিং হোষ্টিং এ আপলোডের কারনে নানা সমস্যার সম্মুখীন হওয়ায় আপাতত বন্ধ রাখা হতেছে।বন্ধ রাখা হয়েছে ততদিন যতদিন না বিকল্প কিছু চিন্তা করে তারা।বিকম্প কিছু ভালো হবে বলেই আশা করছি।যাইহোক আপাতত uptobox  এ  ফিরে গেলাম।  uptobox এই ফিরলাম কারন এখন পর্যন্ত কোন ফাইল ডিলেট করেনি।দেখে যাক এভাবে কতদিন চলে।ফাইল ডিলেট করলে মনটা খারাপ হয়ে যায়।টিউনটি তখন পড়ে থাকে টাকা ছাড়া মাটির ব্যাংক যেমন ঠিক সেভাবে।ব্যাংক আছে কিন্তু টাকা নেই :cry:
আজ আপনাদের সঙ্গে তিনটি সফটওয়্যার শেয়ার করবো।যার যতটুকু লাগবে ততটুকু নিবেন।অপ্রয়োজনে কোন কিছুই ভালো নয়।এটা আমার পরামর্শ আর বাকিটা আপনাদের ইচ্ছা।শুরু করছি।

serif webplus x8

একটা ছবি নাকি হাজার কথার চেয়ে বেশী কথা বলে এই উক্তিকে সাথে রেখে serif এবার প্রকাশ করেছে web plus x8 সফটওয়্যারটি। সেই সাথে এবারের ভার্সনে যোগ করেছে আরো নতুন নতুন সব ফিচার যা ব্যবহারকারীর ভালো লাগবে।অতিরিক্ত নিরাপত্তা সংযোজন সহ কালার প্যানেলের উপর পূর্ণ নিয়ত্রন সেই সাথে ছবি কিংবা টেক্সট আধা স্বচ্ছ করার অপ্সহন যোগ করা হয়েছে।ছাড়া ওয়েবে প্লাস দিয়ে তৈরীকৃত ওয়েব পেজের কোন ছবিতে ম্যাগ্নিফায়ার গ্লাসের মাধ্যমে পাঠক নিজের ইচ্ছামত ছবি জুম করতে পারবেন এবং সাথে পাবেন সর্বোচ্চ রেজ্যুলেশন।এই ভার্সনটি সম্পর্কে আরো বিস্তারীত জানতে আহবান করছি এদের ওয়েবসাইট থেকে ঘুরে আসার জন্য।আশা করছি এখানে ক্লিক করলে আরো বিস্তারীত জানতে পারবেন।
৩৯৬ মেগাবাইটের এই সফটওয়্যারটি আপনাদের জন্য আপলোড করা হয়েছে uptobox  এ এবং আশা করছি খুব সহজেই নামিয়ে নিতে পারবেন।
ডাউনলোড
ডাউনলোড হয়ে থাকলে এবার ইন্সটল করা শুরু করুন।প্রথমেই ইন্টারনেট কানেকশন বন্ধ করুন।আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি যাতে কারো কোন অসুবিধা না হয়।কাজের এক পর্যায়ে যখন (সি)রিয়াল নাম্বার চাইবে তখন নোট প্যাড থেকে তা সংগ্রহ করুন এবং কপি/পেষ্ট করুন।ছবি দেখুন।
এবার আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে এবং আপনি আপনার পছন্দের ভাষায় তা করুন।ছবি দেখুন।
এবার ইন্সটল শেষ হয়ে গেলে আপনার কম্পিউটারটি রিষ্টার্ট করতে বলবে।বাধ্য ছেলের মত তা করুন এবং ষ্টার্ট হয়ে গেলে ইন্টারনেট কানেকশন দিন।বাকিটা ছবিতে দেখুন।
আরে ভাই এত সহজ  করে তো ছোট বেলায় আপনার অংকের শিক্ষকও আপনাকে শিখায়নি।যদি শিখাতো তবে আজ হয়ত অংকের মাষ্টার হতেন।

Video meld 1.24

ছোট সফটওয়্যারের বড় কাহিনী তো তাহলে শোনাতেই হয় আপনাদের।জীবনে তো ভিডিও/অডিও এডিটিং করতে কত বড় বড় সফটওয়্যারই না নামালেন।আজ প্রবাসীর দেয়া ছোট্ট এই সোনার টুকরোটি নামিয়ে নিয়ে ব্যাবহার করে দেখুন।ধন্যবাদ না দিয়ে মনেহয় শান্তি পাবেন না আপনি।যা যা করেছেন বড় বড় বাঘা বাঘা সব সফট দিয়ে আসুন প্রায় সে সব কাজ এই ছোট্ট টুকরোটি দিয়েই করিয়ে দিচ্ছি।কি চান? ভিডিও কাটা,জোড়া লাগানো,ইফেক্ট সংযোজন,ইমেজ সংযোজন,টেক্সট সংযোজন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি।
আপনার তৈরীকৃত ভিডিও যেখানে যেখানে ব্যবহার করতে পারবেন তা হলো
HD কোয়ালিটিতে ভিডিও তৈরী  সহ স্ক্রীন রেকড ও আরো অনেক কিছু।ছবিতে দেখুন।
বিস্তারীত তথ্যের জন্য আরো ভালো করে জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন আরো অনেক কিছু।য়ার ডাউনলোডে আগ্রহীরা নামিয়ে নিন মাত্র  ৮ মেগাবাইটেরও কম এই সফটওয়্যারটি।
ডাউনলোড
data file host link
এবার স্বভাবীকভাবে বাকি কাজ করুন।শেষ হলে সফটওয়্যারটি চালু করুন এবং নীচের ছবিতে দেখানো জায়গায় ক্লিক করুন
এবার পাশপাশি (কি)জেনটি খুলুন এবং calculate এ ক্লিক করে নাম্বারটি কপি করে পেষ্ট করুন।ছবি দেখুন।
আপনার পরবর্তী কাজগুলো অনেক সুন্দর হোক এই প্রত্যাশা করছি।

Elite Hotspot Shield

আশা করছি এই সফটওয়্যারটির মাধ্যমে আজ অনেক কিছুরই সমাধান হবে। hotspot shield মূলত একটি ফ্রী সফটওয়্যার।ঝামেলা বাধায় তখনই যখন  elite শব্দটা যোগ হয়।তখন সেটা আর ফ্রী থাকে না।
যাইহোক যারা এ্যানোনিমোস ব্রাউজিং করতে চান কিংবা আইপি হাইড করে মানে অন্য দেশের আইপি ব্যবহার করে কোন কাজ করতে চান তাদের জন্য এই সুন্দর সফটওয়্যারটি।্মোদ্দা কথায় এটি একটি ভিপিএন সফটওয়্যার। আপনার দেশে ব্লক করা সাইট কিংবা ধরুন একটা ফাইল নামাতে গেলে একই আইপিতে ৩০/৬০ মিনিট অপেক্ষা করতে বলে তারা নিশ্চিন্তে এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার কার্য সিদ্ধি করতে পারেন।তবে শেয়ার করার আগে অনুরোধ করছি এই ধরনের সফটওয়্যার কোন অপরাধমূলক কাজে ব্যবহার করবেন না।সফটওয়্যারটি নামানোর আগে এদের টার্মস এন্ড রুলস ভালো করে বুঝে নিন ।আর বিস্তারীত জানতে এখানে ক্লিক করে জেনে নিতে পারেন সবকিছু।
যারা ইচ্ছুক তারা নামিয়ে নিতে পারেন মাত্র ৯ মেগাবাইটের এই দূর্লভ সফটওয়্যারটি।
ডাউনলোড
data file host link

ইন্সটল করুন।এরপর সাথে থাকা  hss registration ফাইলটিতে ক্লিক করুন।ছবি দেখুন।
এবার নীচের মত একটা পেজ আসবে আপনি elite  লেখাতে ক্লিক করুন।ছবি দেখুন।
আপনার কাজ শেষ।এবার আইপি হাইড করে চলে যান সেখানে যেখানে আপনার প্রবেশ নিষিদ্ধ ছিলো এতদিন।
আপনি এই সফটওয়্যারটির এলিট ভার্সন হিসেবে ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত ব্যবহার করতে পারবেন যদি ততদিন বেঁচে থাকেন আজ এই পর্যন্ত।দেখা হবে আগামীতে।

0 comments:

Post a Comment

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan