Saturday, March 7, 2015

কিভাবে WIN RAR ব্যাবহার করে কোন ফাইল হাইলি কম্প্রেস করবেন ।

আস সালামু আলাইকুম । এই টিঊনটি আমার প্রথম টিঊনটি তাই ক্ষমা সূন্দুর দৃষ্টিতে দেখবেন । যাইহোক । এই ট্রিকস পূর্বে শেয়ার করা হইছে বলে মনে হই না । আমি খুজে পাইনি । অনেক সময় আমরা দেখি অনেক বড় ফাইল কম্প্রেস করে এম্বি করে ফেলে । কিভাবে করে তাই আপনাদের জানাব । প্রথমেই বলে নেইএই পদ্দতিতে আপনি ইমেজ ভিডিও বা যা পূর্বে কম্প্রেস করা হয়েছে এমন ফাইল কম্প্রেস করলেও কোন কাজে আসবে না । তাহলে শূরু করি । প্রথমে windows xp র একটি iso ফাইল দিয়ে শূরু করব ।আপনি শুধু screen shot গুলো ফলো করুন । কম্প্রেস এর পূর্বে ফাইলটির সাইজ দেখুন ।
কাংখিত ফাইল এ রাইট বাটন প্রেস করে add to archive সিলেক্ট করন ।

তারপর screen shot অনুযায়ী

২. rar বা rar5 সিলেক্ট করুন ।
৩. Best সিলেক্ট করুন ।
৪. ২৫৬ বা ১২৮ সিলেক্ট করুন ( আপনার র্যাম আনুযায়ী )।
৫. Create solid archive সিলেক্ট করুন । এইটাই সবচেয়ে গুরুপ্তপূর্ন ।

এখানে ratio যত কম হবে । ফাইল এর সাইজ তত কমবে


কম্প্রেস পরে ফাইল এর সাইজ ।
এই ফটো টা দেখলে আরেকটু ভাল ভাবে বুঝবেন ।

এই পদ্দতিতে আরেকটা ফাইল কম্প্রেস করলাম আমার পিসি থেকে নিচের ফটোগুলো দেখেন ।
এর থেকে ভাল এবং কম সময়ে কম্প্রেস করার পদ্দতি আছে কিনা আমার জানা নাই । kgb দিয়া করলে ত একদিন লাগে ডিকম্প্রেস হতে । তাই আমার মনে হয় এই পদ্দতিটাই সেরা । যাই হক প্রথম টিউন টিউমেন্ট আশা করতেই পারি !!! বাংলা লেখা খুব কস্ট !!

0 comments:

Post a Comment

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan