আসসালামুয়ালাইকুম সুপ্রিয় টেকি বন্ধুরা, অনেকদিন পরে টিউন করতে বসলাম । আপনারা আল্লাহর রহমতে নিশ্চয়ই ভাল আছেন । আমি এখন আপনাদের সামনে একটি ভিডিও এডিটিং এর সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাই । আপনারা হয়ত এর নাম আগেও শুনে থাকবেন । এ সফটওয়্যার গোল্ড অ্যাওয়ার্ড উইনারও পেয়েছে । যাই হোক, সফটওয়্যারটির নাম CyberLink PowerDirector 13 Ultimate. আমি আপনাদের সামনে সফটওয়্যারটির কিছু সুবিধা, ডাউনলোড লিঙ্ক এবং Patch দিব ইনশা আল্লাহ । যাক, তাহলে শুরু করা যাক ।
* এটি দিয়ে আপনি ছবি এবং ভিডিও উভয়ই ইমপোর্ট করতে পারবেন ।
* আফটার ইফেক্টের মত এটি দিয়েও ভিডিও রিসাইজ করতে পারবেন এবং ভিডিওর সাইজ ছোট বড় করতে পারবেন, ভিডিওর উপরে বা নিচে ছবি ব্যবহার করতে পারবেন ।
* টেক্সট এর জন্য কতগুলো রেডিমেট টেমপ্লেট ব্যবহার করতে পারবেন ।
* ভিডিও বা ছবির মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন ।
* রেডিমেট পার্টিকেল ব্যবহার করতে পারবেন ।
* ভিডিওকে রিসাইজ করে 3D ডিজাইনের লুকআপ দিতে পারবেন, ভিডিওতে Reflection দিতে পারবেন, Blur, Opacity, Shadow, Border, Fades, 3D Setting ইত্যাদি চেঞ্জ করতে পারবেন ।
* এছাড়া কতগুলো 2D এবং 3D ট্রাঞ্জিশন পাবেন ।
* এছাড়া ক্যামেরা ব্যবহার করে ভিডিও ব্যবহার করতে পারবেন, অডিও রেকর্ড এবং অডিও ইফেক্ট দিতে পারবেন ।
* আর সবচেয়ে মজার ব্যাপার হল, আপনি এ সফটওয়্যারের জন্য আপনি তাদের ওয়েবসাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন ।
সফটওয়্যারটি ব্যবহার করে আমি মোটামুটি সন্তুষ্ট । এ সফটওয়্যার ইনষ্টল করার পরে সফটওয়্যারটি প্রথমে চলে নাই । যার কারনে আমি কম্পিউটার সেটাপ দেই এবং আল্লাহর রহমতে সফটওয়্যারটি চালাতে সক্ষম হই । আফটার ইফেক্টের সুবিধা অনেক কিন্তু আফটার ইফেক্টের Requirements যেহেতু বেশি, তাই বেশি চালাতে কম্পিটার হঠাৎ রিস্টার্ট হয়ে যায় । আমি মূলত ইউটিউব মার্কেটিঙয়ের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করি । আমি আমার চ্যানেলদ্বয় Online Islamic Video Storage এবং Free Online Video Tutorial এ নিয়মিত ভিডিও আপলোড দেয়ার চেষ্টা করি । এ সফটওয়্যারটি ব্যবহার করে ইনশা আল্লাহ আমি আরো সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব । সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক এবং Patch এর লিঙ্ক আমি নিচে দিলাম । তারপরও যদি ডাউনলোড এর সমস্যা হয়, আমাকে জানাবেন । আমি আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশা আল্লাহ । সর্বশেষে আমার ক্ষুদ্র ওয়েবসাইট দুইটিতে ভিজিটের অনুরোধ রইল । All Nasheed Collection এবং All Software & Crack Collection
ইনস্টলের ইনস্ট্রাকশন Patch ফাইল এ দেয়া আছে । আপনারা কষ্ট করে দেখে নিয়েন এবং ইনস্টলের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখবেন । ইনস্টল শেষ হলে PowerDirector প্রয়োজনীয় আপডেট দিতে বলবে এবং আপডেট করে নিবেন । ভুলত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ ।
0 comments:
Post a Comment