Tuesday, March 10, 2015

National University (NU) Degree Admission Result 2014-15 প্রকাশ: ফলাফল পাওয়ার উপায়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আজ ০৯ মার্চ ২০১৫ তারিখে প্রকাশ করা হবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি ফল SMS এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে এবং রাত ০৯.০০ টায় ওয়েব সাইট থেকে ফল পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হয় ০১ ফেব্রুয়ারী,২০১৫  এবং আবেদনের  শেষ তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারী, ২০১৫।
মোবাইলে SMS এরমাধ্যমে National University (NU) Degree Admission  Result 2014-15 জানার নিয়মঃ
NU<space>ATDG<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
অনলাইনে National University (NU) Degree Admission  Result 2014-15 সংগ্রহ নিয়মঃ
রাত ০৯.০০ টায় ওয়েবসাইট nu.edu.bd/admissions থেকেও ফলাফল পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.edu.bd থেকে জানা যাবে।

0 comments:

Post a Comment

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan