বিসমিল্লাহির রাহমানির রাহীম। অাসভাইমু অালাইকুম। কেমন অাছেন।নিশ্চয়ই ভাল। যাঁদের ফেসবুক অাইডি hack হয়েছে তাঁরা নিশ্চয়ই ভাল নেই। অাপনি কি অাপনার অাইডি ফিরে পেতে চান।তবে নিচের কয়েকটি ধাপ অনুসরণ করুন। প্রথমে এই লিংকে প্রবেশ করুন।তারপর my account compromised এ click করতে হবে।
তারপর ফোন নাম্বার, ইমেইল কিংবা ইউজার নাম দিয়েদিয়ে একাউন্টটি শনাক্ত করতে হবে।
ইমেইল কিংবা ইউজার নেম দিয়ে একাউন্ট সার্চ এ ক্লিক করলে security check optionএ captcha entry করতে হবে।এরপর account নিবার্চন করে পুরনো passward দিতে হবে।
এরপর নিরাপত্তা মুলক কিছু প্রশ্ন জানতে চাওয়া হবে।কয়েকধাপে সেগুলোর সঠিক তথ্য দিলে অাশা করা যায় যে,অাপনার hack হওয়া অাইডিটি ফিরে পাওয়া যাবে। তবে ধাপগুলো সঠিকভাবে অনুসরন করে তথ্যগুলো সঠিকভাবে দিতে হবে। ভাল থাকবেন।উপকৃত হলে জানাবেন। বুঝতে সমস্যা হলে টিউমেন্ট এ জানাবেন। ভাল লাগলে শেয়ার করবেন।
ই নোট ও লেকচার শিট গুলো শুধু এইচএসসি বা এসএসসি স্টুডেন্ট দের জন্য নয়
, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার্থী ও যে কোন স্টুডেন্ট জন্য কাজে লাগবে...
এই নোট গুলোর ব্যাপারে শুধু একটা কথা বলতে পারি আপনাকে ইংরেজিতে ভালো করার
জন্য আর টাকা খরচ করে কোচিং করতে হবে না... বিশ্বাস না হলে এই শিটগুলোর
সাথে আপনার পরিচিত কোন কোচিং সেন্টারের শিটের সাথে তুলনা করবেন আশা করি তখন
বুঝতে পারবেন …
… অনেকে ভাবতে পারেন আমার পড়ালেখা শেষ আমি এই বই দিয়ে কি করব !…
আরে আপনি আপনার জন্য না আপনার কাছের বা দূরের ছোট ভাই , বোনের জন্য ডাউনলোড করে নিন …
আর ই-বুক কখনো অকাজে যায় না …
কোন না কোন সময় কাজে লাগে …
তাই সংগ্রহে রেখে দিন কখন কার কাজে লেগে যাবে বলা তো যায় না …
ভাই কত আজাইরা ফাইলই তো প্রতিদিন ডাউনলোড করছেন …
কয়টা কাজে লাগে চিন্তা করুন তো …অথচ একটা ই-বুক একটা গানের চেয়ে সাইজ কম ...
কিন্তু ই-বুক আপনার সারা জীবন কাজে লাগবে আপনার না লাগলেও আপনার বন্ধু বা ছোট ভাই ও বোনের ও কাজে লাগতে পারে ………
তাছাড়া বইগুলো আপনি সম্পূর্ণ ফ্রি তে পাচ্ছেন তাহলে ডাউনলোড করতে সমস্যা কি ?
বইয়ের নামঃ
Cloze test with & without clues অর্থাৎ Fill in the blanks এর ম্যাজিক রুলস বা নিয়ামাবলি + ৩০০ বাংলা অর্থ সহ মডেল টেস্ট
৫ টি করে উদাহরণ সহকারে ৭০ টি নিয়ম ...
এবং বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার মোট ৫০টি মডেল টেস্ট উত্তর সহ
বিগত সালের বিশ্ববিদ্যালয়য় ও বিসিএস প্রশ্ন থেকে সংগ্রহ করা ৩০০ টি প্রশ্ন
... ৫০টি প্রশ্নের পর উত্তর দেওয়া আছে [যা নিজে চর্চা করার জন্য দেওয়া
হয়েছে ] অনলাইনে লাইভ পড়তে বা প্রিভিউ দেখতে চাইলেঃ http://www.slideshare.net/tanbircox/right-forms-of-verbs-46203517
নোটঃ zippyshare.com
থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি এই সার্ভারে কোন ফাইলের
অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে ফাইলের নামের ডানপাশে " কমলা (Orange) কালারের"
[Download Now ] যে ব্যাটন আছে সেইটি ... **** মোবাইল দিয়ে ডাউনলোড করতে
যাদের সমস্যা হয় তারা UC Browser দিয়ে ডাউনলোড করুন
আমার এক বন্ধু সে কম্পিউটার এর সম্পর্কে মোটামুটি ভাল জানা আছে তো সে আজ আমার দোকানে আসল একটি সফট নিয়ে আরPen drive নিয়ে আসল, তো বলল হোছাইন ভাই আমার কাছে কম্পিউটার শিখার কয়েকটি বই আছে, যদি নিতে চান নিতে পারেন, তো আমি অন্য জনের থেকে বই নিবার আগে দেখি বইগুলো কাজের নাকি, কাজের হলে নিই না হলে বলি লাগবে না। ভাল লাগল তাই রেখে দিলাম। বিশেষ করে আমার ছাত্র-ছাত্রীর জন্য । আর আমি নতুন কোন সফট এবং মজার কিছু পেলে আমার প্রিয় এই সাইটে শেয়ার না করলে আমার থেকে যেন কেমন কেমন লাগে, কারন অনেক কিছু শিখতে পেরেছি এই সাইট থেকে তাই আমিও নতুন নতুন কিছু পেলে এই সাইটে শেয়ার করতে চেষ্টা করি । তাই সময় নিয়ে সকলের মাঝে শেয়ার করা।
একসাথে ১৩ টি PDF বই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ইনশাআল্লাহ আমার তৈরি করা ছাত্র-ছাত্রীদের জন্য কিছু কম্পিউটার পরীক্ষার শিট আছে কাজ শেষ হলে টিটিতে শেয়ার করব ইনশাআল্লাহ।
ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আসসালামু আলাইকুম । আমার ৪৭ তম টিউনে সবাইকে স্বাগতম । বাংলাদেশের আপামর জনসাধারণের বিভিন্ন বিষয়ে দ্বিমত থাকলেও সবাইকে একটি বিষয়ে ঐক্যবদ্ধ করেছে যা , তা হল ক্রিকেট । দেশের বালক , যুবক , বৃদ্ধ প্রায় সকলেই ক্রিকেট প্রেমী । বাংলাদেশকে আমরা সবাই সর্বোচ্চ সমর্থন দিয়ে যাই । এবারের বিশ্বকাপ ক্রিকেটে আমদের প্রানের বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে । এ বিষয়ে সমগ্র বাংলাদেশে আনন্দের জোয়ার বইছে । কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের খেলা হবে ভারতের সাথে । সেই সময়ে পার্শবর্তী দেশ ভারত আমাদের বাংলাদেশকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ ও অপমান জনক একটি ভিডিও প্রকাশ করেছে । যদিও ভিডিওটি কে বা কারা করেছে সে বিষয়ে দ্বিমত থাকতে পারে ,সেখানে তারা দেখিয়েছে বাংলাদেশের জন্ম নাকি ভারতের হাতে ! কিন্তু বাংলার দামাল ছেলেরা অপমান কখনো মুখ বুজে সহ্য করেনি , তাই এবারও তারা ভারতের অপমানের কঠোর জবাব দিয়েছে ।প্রতিবাদে তারা বেশ কয়েকটি ভিডিও তৈরী করেছে এবং সেই সাথে বাংলাদেশের মেধাবী ও শক্তিশালী হ্যাকাররা ভারতের সাইবার স্পেসে ধ্বস নামিয়েছে , হ্যাক করেছে ভারতের অসংখ্য ওয়েবসাইট ।
মওকা মওকা 'র জবাবে বাংলাদেশের ভিডিও -১
মওকা মওকা 'র জবাবে বাংলাদেশের ভিডিও -২
হ্যাক কৃত ওয়েবসাইটের একাংশের তালিকা
সরাসরি এত লিঙ্ক দেয়া টেকটিউনসের নীতিমালা বিরুদ্ধ , তাই দেখতে এখানে ক্লিক করুন অথবা নিচের ফটো লিঙ্কে ক্লিক করুন
সবশেষে একটি কথাই বলব বাংলাদেশ সকল প্রশ্ন ও অপমানের জবাব মাঠেই দেবে , খেলার ফলাফল যাই হোক আমরা তোমাদের সাথেই আছি , আমরাই জিতব ইনশাআল্লাহ্ । Best of Luck Tigers .
মোবাইল সংযোগ একনাগাড়ে দুই বছর ব্যবহার না করলে সিমের মালিকানা হারাবেন মোবাইল ফোন গ্রাহক। এরপর সংশ্লিষ্ট কোম্পানি ওই নম্বরটি বিক্রি করে দিতে পারবে। এ ছাড়া অব্যবহৃত ইন্টারনেট ডেটা পরের মাসে কেনা প্যাকেজের সঙ্গে ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকেরা।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি মোবাইল ফোন কোম্পানিগুলোকে এ নির্দেশনা দিয়েছে। নির্দেশনায় তিনটি সুনির্দিষ্ট বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। মোবাইল কোম্পানিগুলো বলছে, তাদের সঙ্গে আলোচনা করেই এ নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশের মোবাইল খাতের জন্য এ সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবেই দেখছে।
বিটিআরসির সর্বশেষ হিসাব অনুযায়ী (জানুয়ারি ২০১৫ পর্যন্ত), দেশে মোবাইল ফোনের গ্রাহকসংখ্যা ১২ কোটি ১৮ লাখ ৬০ হাজার। আর ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ২৭ লাখ ৬৬ হাজার।
গত বৃহস্পতিবার বিটিআরসির জারি করা ‘ডাইরেকটিভস অন সার্ভিস অ্যান্ড ট্যারিফ ২০১৫’ শীর্ষক এই নির্দেশনায় মোবাইল অপারেটরদের বিভিন্ন সেবা, অফার, নম্বর প্ল্যান, ব্যবহার নোটিফিকেশন, ট্যারিফ ও চার্জ, প্রচারমূলক কার্যক্রম (প্রমোশনাল অ্যাক্টিভিটিজ), মার্কেট কমিউনিকেশন ইত্যাদি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া মোবাইল সংযোগ অকার্যকর (ডি-অ্যাকটিভ), পুনরায় সচল (রি-অ্যাকটিভ), পুনরায় বিক্রির (রি-সেলিং) বিষয়গুলোও উল্লেখ করা হয় ওই নির্দেশনায়।
নির্দেশনায় বলা হয়, একনাগাড়ে কোনো মোবাইল সংযোগ ৯০ দিন বন্ধ থাকলে তা নিষ্ক্রিয় হয়ে যাবে। এক বছরের মধ্যে ন্যূনতম রিচার্জের মাধ্যমে সেটা চালু করতে পারবেন গ্রাহক। সিমটি যদি ৩৬৫ দিনের বেশি অব্যবহৃত থাকে তবে এটি সচল করতে গ্রাহককে ১৫০ টাকা রিচার্জ করতে হবে। গ্রাহক যদি এক বছরের মধ্যে বন্ধ সংযোগ চালু না করেন, তাহলে ৭৩০ দিনের (দুই বছর) মধ্যে অনধিক ১০০ টাকা ফি দিয়ে তা সচল করতে পারবেন। সংযোগ একনাগাড়ে দুই বছর বন্ধ থাকলেও মোবাইল কোম্পানিগুলো সেটা বিক্রি করতে পারবে না। দুই বছর পর্যন্ত ওই নম্বর সংরক্ষণ করতে হবে।
এ সময়ের পর বিটিআরসি বা অন্য কোনো সংস্থার আপত্তি না থাকলে মোবাইল কোম্পানি ওই নম্বর বিক্রি করতে পারবে। বিক্রি করার ক্ষেত্রেও শর্ত জুড়ে দিয়েছে বিটিআরসি। বিক্রি করার আগে এসব নম্বর কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, কাস্টমার কেয়ার সেন্টার ও বিটিআরসির ওয়েবসাইটে দিতে হবে। যেসব নম্বর আবার বিক্রি হবে, বিক্রির তিন মাস আগে কমপক্ষে তিনটি সংবাদপত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে হবে।
পুনরায় বিক্রি করা সংযোগ চলতি বাজারদরে বিক্রি করতে হবে বলেও নির্দেশনায় বলা হয়েছে। নম্বর বিক্রি করে দেওয়ার পরও ওই গ্রাহকের নিবন্ধন, ব্যবহার ও অন্যান্য তথ্য কোম্পানিগুলোকে সংরক্ষণ করতে হবে।
অব্যবহৃত ইন্টারনেট ডেটাও গ্রাহকদের ফেরত দিতে বলা হয়েছে নির্দেশনায়। এ ক্ষেত্রে পরের মাসে কেনা ডেটা প্যাকেজের সঙ্গে আগের মাসের অব্যবহৃত ডেটা যুক্ত হবে। অব্যবহৃত ডেটার ব্যবহার শেষ হলেই নতুন ডেটা ব্যবহারের সুযোগ দিতে কোম্পানিগুলোকে বলা হয়েছে।
ডেটা ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সময়-সময় নোটিফিকেশন পাঠানোর কথাও নির্দেশনায় গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, ১০০ মেগাবাইটের (এমবি) নিচে ডেটার ক্ষেত্রে একবার, ১০০ থেকে ৫০০ এমবির ক্ষেত্রে দুবার এবং ৫০০ এমবির বেশি প্যাকেজের ডেটার ক্ষেত্রে গ্রাহককে তিনবার নোটিফিকেশন পাঠাতে বলা হয়েছে। বেশি ডেটার ক্ষেত্রে মোট ডেটার ৫০ ভাগ শেষ হলে প্রথমবার এবং ৮০ ভাগ ডেটা শেষ হলে গ্রাহককে দ্বিতীয়বার নোটিফিকেশন পাঠাতে বলা হয়েছে। ডেটা শেষ হয়ে যাওয়ার পরও নোটিফিকেশন দিতে হবে এবং ইন্টারনেটের ব্যবহার অব্যাহত রাখলে কীভাবে চার্জ ধরা হবে, তা-ও জানাতে হবে।
মোবাইল রিচার্জের ক্ষেত্রেও কত টাকায় কত দিন মেয়াদ দিতে হবে, তার ন্যূনতম সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ১০ থেকে ৩০ টাকা রিচার্জে ১০ দিন, ৩১ থেকে ৫০ টাকায় ১৫ দিন, ৫১ থেকে ১৫০ টাকায় ৩০ দিন, ১৫১ থেকে ৩০০ টাকায় ৪৫ দিন, ৩০১ থেকে ৫০০ টাকায় ১০০ দিন, ৫০১ থেকে ৯৯৯ টাকায় ১৮০ দিন এবং ১০০০ বা তার বেশি টাকা রিচার্জে ন্যূনতম এক বছর মেয়াদ দিতে হবে।
নির্দেশনাটিতে চটকদার বিজ্ঞাপনের লাগাম টেনে ধরার উদ্যোগের কথাও বলা হয়েছে। এখন থেকে নিজেদের অফারকে কোনো কোম্পানিই আর ‘সেরা’ দাবি করে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না।
বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব টি আই এম নুরুল কবির প্রথম আলোকে বলেন, অপারেটরদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিটিআরসির সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছে অ্যামটব। নির্দেশনা জারির আগে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর অনেকগুলো পরামর্শ বিটিআরসি গ্রহণ করেছে বলেও তিনি জানান।
গ্রামীণফোনের বহির্যোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল আজ রোববার প্রথম আলোকে বলেন, নির্দেশনাটিকে গ্রামীণফোন ইতিবাচকভাবেই দেখছে। বাংলালিংকের সরকারি সম্পর্ক ও রেগুলেটরি অ্যাফেয়ার্স-বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক তাইমুর রাহমানও একই মত জানান। মোবাইল কোম্পানি রবির মুখপাত্র মহিউদ্দিন বাবরও এটাকে ইতিবাচকভাবে দেখছেন বলে জানালেন। তিনি বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে দেওয়া এ নির্দেশনা টেলিযোগাযোগ খাতের জন্য ইতিবাচক। তবে এটাকে আরও বাস্তবধর্মী করা গেলে আরও ভালো হতো বলে তিনি মন্তব্য করেন। [প্রথমআলো নিউজ]
বিশ্বকাপ ক্রিকেটের সবচেয়ে আকর্ষনীয় পর্ব হচ্ছে নক আউট পর্ব। হউক সেটা ক্রিকেট, ফুটবল কিংবা হকির বিশ্বকাপ। প্রথম পর্বতো অনেকটা ড্রেস রিহার্সেলের মত। যেখানে কারা বিশ্বকাপ জিততে যাচ্ছে সে নিয়ে আগাম কিছু বলাও যায় না। কিন্তু নক আউট পর্বটা এমনই স্নায়ী ক্ষয়ী যে এর উত্তাপ শরু হয় প্রথম পর্বে খেলা দল গুলোর নক আউট পর্বের প্রতিপক্ষ ঠিক হওয়অর সাথে সাথে। ২০১৫ বিশ্বকাপে প্রথমবারের মত কোয়ার্টার ফাইনালে উত্তীর্ন হয়েছে বাংলাদেশ। এ নিয়ে মানুষের উচ্ছ্বাস উন্মাদনার কমতি নেই।
কিন্তু প্রতিপক্ষের নাম যখন ভারত তখন মনে মনে একটু শংকা ভির করবেই। কারণ মাঠ এবং মাঠের বাইরের সবকিছুই যে ক্রিকেটের এই বড় মোড়লদের অধীনস্ত হয়ে আছে। বিশ্বকাপের বানিজ্যের কথা ভেবে এ ম্যাচে আম্পায়াড়রাও থাকতে পারে টাইগারদের বিপক্ষে। তাই বলে ভীত নয় টাইগাররা। বরং কিছু ইতহাস ও পরিসংখ্যান কথা বলছে বাংলাদেশের হয়েই।
কারণ ইতিহাস বলছে মাইলফলকের ম্যাচে বাংলাদেশ কখন হারেনা। আর প্রতিপক্ষ যদি ভারত হয় তাহলে তো কথাই নেই। ভারতের বিপক্ষে বাংলাদেশর প্রথম জয়টি আসে বাংলাদেশের শততম ম্যাচে। দ্বিতীয় জয়টি আসে ১৫০ তম ম্যাচে। তৃতীয় জয়টি আসে এশিয়া কাপে ২০১২ সালে। আর চতুর্থ জয়টি? সেটা হতে পারে কোয়ার্টার ফাইনালেই। কারণ ১৯ মার্চ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ খেলবে নিজেদের ৩০০ তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। তাই এতবড় একটা মাইলফলকের ম্যাচে টাইগাররা অবশ্যই জয় নিয়ে আসবে।
অন্য দিকে কোয়ার্টার ফাইনালের আগে বারবার স্মৃতির পাতায় পেছনে ফিরে যাচ্ছেন সাকিব-তামিম-মুশফিক আর মাশরাফি। কারণ সেই বিশ্বকাপে ভারতকে কাঁদিয়ে বিদায় করে দেওয়া ম্যাচটি ছিলো এমনই এক সময়ে যার মাত্র দুদিন আগে সড়ক দূর্ঘটনায় পৃথিবীর মায়া ত্যাগ করেন মানজারুল ইসলাম রানা। মাশরাফির খুব কাছের একজন বন্ধু ছিলেন তিনি। শোককে শক্তিতে পরিণত করে প্রতিপক্ষের উপর ঝাপিয়ে পড়েন মাশরাফি। ম্যাচের প্রথম ওভারেই শেবাগের মিডল স্টাম্প উপড়ে ফেলে সেই যে ধ্বংসজ্ঞ শুরু করেছিলেন যার শেষ হয় মুশফিকের জয়সূচক কভার ড্রাইভে।
আবারও ফিরে এসেছে মানজারুল রানার স্মুতি। আবারও সমানে ভারত। এবার বাংলাদেশের নেতৃত্বে রানার সবচেয়ে কাছের বন্ধু মাশরাফি। অন্যদিকে ভারতের মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে মওকা মওকা ব্যাঙ্গাত্বক যে বিজ্ঞাপণটি বানিয়েযেছে সেটিও তাতিয়ে দিতে পারে বাংলাদেশের খেলোয়াড়দের। তাছাড়া ব্যাক্তিগত কিছূ হিসেব নিকেশও আছে তামিম ও মুশফিকের। তামিমকে ডেকে নিয়ে পুরো আইপিএলের সাইড বেঞ্চে বসিয়ে রাখা আর অন্যদিকে এশিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান হয়েও আইপিলে উপেক্ষিত থকার একটা জবাবও দিতে পারেন মুশফিক।
এছাড়া দল হিসেবেও বাংলাদেশ আছে দারুণ ছন্দে। সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব, মুশফিক, সাব্বির, নাসির- যাদের সবাই আবার ফর্মেও রয়েছেন। শুরতে তাই একটু ভালো কিছুর প্রার্থনা। ভারতের বিপক্ষে সবসময়ই তামিমের ব্যাট হাসে বলে তামিমকে নিয়ে দুশ্চিনারও তেমন কিছু নেই। আর বোলিংয়ে মাশরাফি-রুবেল-সাকিব -তাসকিন ম্যাচে ৪০ ওভার বেশ ভালোভাবেই দায়িত্ব পালন করতে পারবেন। বাকি থাকে ১০ ওভার? সেজন্য রিয়াদ-নাসির-সৌম্যর উপর যে আস্থা রাখাই যায় তাতেও কোনো সন্দেহ নেই। সব মিলিয়ে ভারতকে মাঠে জবাব দেয়ার জন্য ফুরফুরে মেজাজেই আছে টাইগাররা।
অন্যদিকে বিশ্বকাপের এমন একটা তাৎপর্যপূর্ন ম্যাচের আগে ইতিহাসও কথা বলছে বাংলাদেশের হয়ে। আো করি ১৯ মার্চে ১৬ কোটি বাংলাদেশির প্রার্থনা বিফলে যাবেনা। ভারতও পেয়ে যাবে তাদের অবজ্ঞা করার সেরা শাস্তি।
সবাইকে সালাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
অনেকদিন পর জিপি মামু চরম একটি অফার নিয়ে এসেছে।
জিপি মামু খুব খারাপ কিন্তু মাঝে মাঝে খুব ভালো হয়ে যায়।
যেমন এখন একটি ধারুন অফার দিল।
এই অফার আপনারা সবাই পেতে পারেন। আমার ২ টা সিম এ পেয়েছি।
এই প্যাকেজ এ আপনি রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
২জিবি ব্যবহার করা যাবে ১ এম্বি পি এস স্পিড এ।
এই অফার শুধু বন্ধু প্যাকেজ এর জন্য।
এখন ৫৭ টাকায় পাচ্ছেন ১মাস নাইট আনলিমিটেড ইন্টারনেট প্যাক।
মোবাইলে ৫৭ টাকা রেখে ডায়াল করুন *৫০০*৩#
ফিরতি মেসেজ এ যদি নিচের মতো ছবি দেখেন তাহলে পাবেন।
আমি নিজে পেয়েছি।
তাই আপনি তাড়াতাড়ি কিনে ফেলুন।
বলা তোঁ যায় না জিপি মামু আবার কখন এটা অফ করে দিয়ে বলবে আমাদের এইরকম কনো অফার নাই!
কেনা হয়ে গেলে আরামসে বাঁশ দিতে থাকুন।
এইরকম টিউন পেতে আমার ব্লগে ভিসিট করতে পারেন।
রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বৃত্তির ফল প্রকাশ করা হবে আগামী ১৫
মার্চ রোববার। ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনীতে উত্তীর্ণ
শিক্ষার্থীদের মধ্য থেকে বৃত্তির ফল ঘোষণা করা হবে।
ওই দিন দুপুর
সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে সংবাদ
সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বৃত্তির ফল ঘোষণা করবেন। প্রাথমিক শিক্ষা
অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর এ তথ্য জানান।
এ বছর সারাদেশের ৫৫
হাজার শিক্ষার্থী প্রাথমিক বৃত্তি পেতে যাচ্ছে। এর মধ্যে ২২ হাজার
ট্যালেন্টপুল ও ৩৩ হাজার শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাবে। ২০১৩ সালের
প্রাথমিক সমাপনীতে মোট বৃত্তি পেয়েছিল ৫৪ হাজার ৪১২ জন ছাত্রছাত্রী।
ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী প্রতিমাসে ২০০ টাকা করে প্রতি বছর
২ হাজার ৪০০ টাকা পাবে ও সাধারণ কোটায় প্রতিমাসে ১৫০ টাকা করে প্রতি বছর
এক হাজার ৮০০ টাকা পাবে । প্রাথমিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার
বৃত্তির মেয়াদ ৩ বছর ।
সর্বশেষ ২০১৪ শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষা সমাপনীতে ২৬ লাখ ২৮ হাজার ৮৩ জন শিক্ষার্থী পাস করে, জিপিএ-৫ পায় দুই লাখ ২৪ হাজার ৪১১ জন। মোবাইলে SMS এরমাধ্যমে PSC- Primary Scholarship Result 2014- 2015জানার নিয়মঃ
DPE <Space> Thana Code < Space> Roll No < Space> Passing Year লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে । অনলাইনে PSC- Primary Scholarship Result 2014- 2015 পাওয়ার নিয়মঃ
সংবাদ সম্মেলনের পরই dperesult.teletalk.com.bd ওয়েবসাইট থেকে ফলাফল পাওয়া যাবে।
বিজয় বায়ান্ন ডাউনলোড করুন ফুল ভার্সন মাত্র ৫ মেগাবাইট
এর আগে হয়তো বিজয় বায়ান্ন নিয়ে অনেকেই টিউন করেছেন কিন্তু এটা একটু ব্যতিক্রম ! দেখলেই বুঝবেন।
আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলা লেখার সফটওয়্যার বিজয় বায়ান্নো-২০১২। যা দিয়ে আপনি বিভিন্ন এ্যাপ্লিকেশন সফটওয়্যারে এবং অনলাইনে অনায়াসে বাংলা লিখতে পারবেন। এতে আপনি পাবেন বিজয় ইউনিকোড এবং বিজয় ক্লাসিক দুটোই। উল্লেখ্য লেখা লেখির জন্য অনেকেই অভ্র ব্যবহার করেন কিন্তু প্রফেশনাল কাজের জন্য বিজয়ের বিকল্প নেই। এটা যারা লেখালেখির বা পাবলিকেশনের কাজ করেন তারা বেশ ভালো করেই জানেন। আমি অভ্র টা শেয়ার করছি না কারণ এটা একটা ফ্রি ওয়্যার সফটওয্যার তাই শেয়ারের প্রয়োজন মনে করছি না।
অপারেটিং সিস্টেম সাপোর্ট :
Windows Vista, Windows_7, Windows_8.0, windows_8.1
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
তিনি জানান, ২৮ মার্চ শুরু হওয়া ডিগ্রি পাস ও সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা সেখান থেকে বিস্তারিতে জেনে নিতে পারবেন।
এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে এখানেই ২০১৩ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার সময়সূচী (রুটিন) পিডিএফ ফাইলের ডাউনলোড লিংক শেয়ার করা হলো।
আজ আপনাদের দেখাব বাংলাদেশ থেকে Verified Paypal Account খোলা এবং পেপাল ডলার Payoneer মাস্টারকার্ডের মাধ্যমে ক্যাশআউট করার নতুন পদ্বতি আজকে নিউজিল্যান্ডের পেপাল কিভাবে বাংলাদেশ থেকে ভেরিফাইড করা যায় তা নিয়ে আলোচনা করব।
*** ইউ এস এর পেপালে ইদানিং অতিমাত্রায় ফোন ভেরিফিকেশন চাওয়ায় বাংলাদেশ থেকে ব্যাবহার করা কস্ট হচ্ছে। তবে সব সময় এক ডিভাইস থেকে একাউন্টে লগিন করলে ফোন ভেরিফিকেশন চায় না।
যা যা লাগবেঃ
একটি ইন্টারন্যাশনাল ডেভিট/ক্রেডিট মাস্টার/ভিসা কার্ড
নিউজিল্যান্ডের যেকোন একটি ফেইক ঠিকানা
আসুন প্রথমেই দেখে নেই নিউজিল্যান্ডের একটি ফেইক ঠিকানা কিভাবে সংগ্রহ করবঃ
এখন সর্বশেষ Agree and Create Account বাটনে ক্লিক করুন।
৪। এখন নিচের মত একটি পেজ আসবে। এইখানে Enter The Shown Code এর খালি বক্সে নিচের ছবির মত ক্যাপচা কোড টাইপ করুন এবং Continue এ ক্লিক করুন।
৫। এখন একটি কনফারমেশন ইমেইল পাবেন। আপনার ইমেইল চেক করুন। এবং ইমেইলে প্রাপ্ত লিঙ্কে ক্লিক করে আপনার পেপাল একাউন্ট টি এক্টিভ করুন। এবং নিচের ছবির মত একটি পেজ আসবে। আপনার যদি ক্রেডিট কার্ড / ডেবিট কার্ট থাকে তাহলে এইখান থেকে সরাসরি এড করে নিতে পারেন। তবে আপনার কার্ড এড করার পূর্বে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। আপনার কার্ড যদি পেওনারের হয় তাহলে পেওনারের একাউন্টে লগিন করে পেওনার কার্ডের ঠিকানা চেঞ্জ করুন। পেপালে যেই ঠিকানা ব্যাবহার করেছেন সেই ঠিকানা পেওনার একাউন্টে ক্ষনিক সময়ের জন্য সেট করুন। পেওনার আপনাকে Country চেঞ্জ করতে দিবে না। যেহেতু পেপাল কার্ডের কান্ট্রি চেক করে না , সেই জন্য কান্ট্রি পরিবর্তনের কোন প্রয়োজন ও নেই। আপাদত এই পেজ থেকে Go to My Account এ ক্লিক করুন।
আপনার পেপাল একাউন্ট তৈরি করা আপাদত শেষ। এখন দেখাব কিভাবে এই একাউন্ট ভেরিফাই করতে হবে।
পেপাল ভেরিফাই করতে যা যা লাগবেঃ
আমরা যেই পেপাল একাউন্ট টি তৈরি করলাম এটি একটি নিউজিল্যান্ডের একাউন্ট। আসুন দেখে নেই নিউজিল্যান্ডের একাউন্ট ভেরিফাই করতে কি কি প্রয়োজনঃ
একটি ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেভিট মাস্টার অথবা ভিসা কার্ড।
বিঃ দ্রঃ বাংলাদেশ থেকে ২ ভাবে কম খরচে ফ্রী ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড পাওয়া যায়।
Payoneer এর ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড (পেওনারে সাইন আপ করে আপনি একটি ফ্রী মাস্টার কার্ড পেতে পারেন এবং সাথে একটি ফ্রী আমেরিকার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট) পেওনারের বার্ষিক চার্জ ২৯ ডলার। রেফারেল লিংক থেকে সাইন আপ করলে প্রথম ১০০ ডলার লোডে ২৫ ডলার ফ্রী পেতে পারেন)
Neteller এর ইন্টারন্যাশনাল ভার্চুয়াল মাস্টারকার্ড (নেটেলার থেকে মাত্র ৩ ডলার দিয়ে আপনি ৩ টি ভার্চুয়াল মাস্টার কার্ড পেতে পারেন)
বিঃ দ্রঃ পেওনার থেকে প্রাপ্ত ইউ এস ব্যাংক একাউন্টের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার নিউজিল্যান্ডের পেপাল থেকে আপনার পেওনার মাস্টার কার্ডে ডলার Withdraw দিতে পারবেন। এবং কার্ড দিয়ে বাংলাদেশের এটি এম বুথ থেকে ক্যাশ আউট করতে পারবেন ।
বাংলাদেশ থেকে কিভাবে Payoneer এর ইন্টারন্যাশনাল মাস্টারকার্ড পেতে পারেন তা জানার জন্য নিচের লেখাটি পড়তে পারেনঃ
মজার ব্যাপার হল, নিউজিল্যান্ডের পেপাল ভেরিফাই করতে শুধু মাস্টার কার্ড এড করা লাগে। আপনার মাস্তারকার্ড এড করতে হলে আপনাকে একটা কাজ করতে হবে। আপনার কার্ড যদি পেওনারের হয় তাহলে পেওনারের একাউন্টে লগিন করে পেওনার কার্ডের ঠিকানা চেঞ্জ করুন। পেপালে যেই ঠিকানা ব্যাবহার করেছেন সেই ঠিকানা পেওনার একাউন্টে ক্ষনিক সময়ের জন্য সেট করুন। পেওনার আপনাকে Country চেঞ্জ করতে দিবে না। যেহেতু পেপাল কার্ডের কান্ট্রি চেক করে না , সেই জন্য কান্ট্রি পরিবর্তনের কোন প্রয়োজন ও নেই। ঠিকানা চেঞ্জ করা হলে নিচের পদ্বতি অনুসারে কাজ করুনঃ
এখন আপনার পেপাল একাউন্টে লগিন করুন।
যদি সিকিউরিটি প্রশ্ন যোগ করতে বলে তাহলে তা সেট করুন।
এখন নিচের মত একটি পেজ আসবে। এইখান থেকে Get Verified এ ক্লিক করুন।
এখন আপনার কার্ডের তথ্য টাইপ করুন। (নিচের ছবি অনুযায়ী)
এখন Continue বাটনে ক্লিক করুন।
এখন পেপাল আপনার কার্ড থেকে ছোট একটা এমাউন্ট চার্জ করবে।
এখন আপনার পেওনার এর ট্রান্সেকশন হিস্টোরি চেক করুন এবং খেয়াল করেন যে PP1234 এই রকম কিছু লেখা। এখানে PP এর পরে ৪ ডিজিট এর যেই কোড পাবেন তা পেপালে লগিন করে Profile থেকে ADD/Edit Card এ গিয়ে Conform card এ ক্লিক করে এই ৪ ডিজিটের কোড টাইপ করুন। তাহলেই আপনার কার্ড এড হয়ে যাবে।
সব ঠিক ঠাক করলে আপনার পেপাল ১০০% ভেরিফাই হয়তে যাবে।
বিঃ দ্রঃ আপনার কার্ডে মিনিমাম ২ ডলার থাকা লাগবে। যদি নেটেলার এর ভার্চুয়াল কার্ড ব্যাবহার করতে চান তাহলে একই উপায়ে নেটেলার একাউন্ট থেকে ঠিকানা পরিবর্তন করে নিতে হবে। মনে রাখবেন আপনার কার্ডের নামের সাথে অবশ্যই পেপাল একাউন্টের নামের মিল থাকা লাগবে। তা না হলে কার্ড দিয়ে ভেরিফাই করতে পারবেন না।
পেপাল থেকে Payoneer কার্ডে ডলার ট্রান্সফার/লোড/ক্যাশ আউট করার পদ্বতিঃ
আমার আগের পোস্টে দেখিয়েছিলাম কিভাবে ইউ এস এর পেপাল একাউন্ট খোলা লাগে এবং পেওনারের ইউ এস পেমেন্ট সার্ভিস এর মাধ্যমে পেপাল থেকে পেওনার কার্ডে ডলার ক্যাশ আউট করা যায়। কিন্তু সম্প্রতি পেপাল এখন আর পেওনার এর ভার্চুয়াল ব্যাংক সাপোর্ট না করার কারনে নতুন ব্যাবহারকারীরা সমস্যার মুখোমুখি হচ্ছেন। আজকে আমি দেখাব নিউজিল্যান্ডের পেপাল থেকে কিভাবে পেওনার এর কার্ডে পেপাল ডলার ট্রাস্নফার বা Withdraw করা যায়।
নিউজিল্যান্ডের পেপাল একাউন্টের একটি বাড়তি সুবিধা হল নিউজিল্যান্ডের পেপালে আপনি ইউ এস এর ব্যাংক এড করে ডলার উইথড্র করতে পারবেন। যেহেতু এখন পেপাল এখন পেওনার এর ব্যাংক সাপোর্ট করে না সেহেতু আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করা লাগবে।
Note: আগেই বলে রাখা ভাল এইভাবে আপনি ১০০% সফল হতেও পারেন অথবা নাও হতে পারেন।
যা যা করতে হবেঃ
আপনার একটি নতুন Payoneer এর ইউ এস পেমেন্ট সার্ভিস এর ইউ এস ভার্চুয়াল ব্যাংক একাউন্ট লাগবে। যা অন্য কোন পেপালে এড করা হয় নাই।
প্রথমে আপনার নতুন খোলা পেপাল একাউন্টে লগিন করুন।
এখন নিচের ছবির মত Profile থেকে Add a bank Account সিলেক্ট করুন
এখন নিচের ছবির মত আপনার ব্যাংক একাউন্টের তথ্য টাইপ করে Continue এ ক্লিক করুন।
এখন আপনি একটি Error Messege পাবেনঃ You cannot add a bank account at this time.
এখন আপনাকে যা করতে হবেঃ
পেপাল একাউন্টের পেজের একদম নিচের দিকে Contact Us এ ক্লিক করুন (নিচের ছবি খেয়াল করুন)
এখন নিচের ছবি মত Email US এ ক্লিক করুন।
এখন নিচের ছবির মত করে প্রথমে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করুনঃ
Bank Account/Credit Card,
Bank Account- Add/Remove/Edit
Last 4 Digit of Your Bank Account = আপনার ভার্চুয়াল ব্যাংক একাউন্ট নাম্বারের লাস্ট ৪ ডিজিট টাইপ করুন।
সর্বশেষ মেসেজ বক্সে লিখুনঃ I already added a credit card to my paypal. I would like to add a us bank account in my New Zealand Paypal to withdraw money. But Paypal is not allowing me to do that. My paypal email is: example@gmail.com My Bank Account Details below: Bank Name: Your payoneer us virtual bank name Routing (ABA): 123456789 Account Number: 00000000000000000 Account Type: CHECKING
এখন Send বাটনে ক্লিক করুন। এখন অপেক্ষা করুন। আশা করা যায় পেপাল ২৪ ঘন্টার মাঝে আপনারে মেইলে রিপ্লাই করবে। একটু কষ্ট করে প্রতি ৩ ঘন্টা পর পর ইমেইল চেক করুন। যদি সাকসেস হোন তাহলে নিচের মত একটি ইমেইল পাবেনঃ
Dear Sajedul Haque,
Thank you for contacting PayPal.
Before addressing your concern, please note that we do not recom
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমের ১ম মেধা তালিকা আজ ০৯ মার্চ ২০১৫ তারিখে প্রকাশ করা হবে ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি ফল SMS এর মাধ্যমে বিকেল ০৪.০০ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে এবং রাত ০৯.০০ টায় ওয়েব সাইট থেকে ফল পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) কার্যক্রমের অনলাইন আবেদন শুরু হয় ০১ ফেব্রুয়ারী,২০১৫ এবং আবেদনের শেষ তারিখ ছিল ২৫ ফেব্রুয়ারী, ২০১৫।
মোবাইলে SMS এরমাধ্যমেNational University (NU) Degree Admission Result 2014-15 জানার নিয়মঃ
NU<space>ATDG<space>Roll No লিখে ১৬২২২ নম্বরে মেসেজ দিয়ে ফল জানা যাবে ।
অনলাইনেNational University (NU) Degree Admission Result 2014-15সংগ্রহনিয়মঃ
রাত ০৯.০০ টায় ওয়েবসাইটnu.edu.bd/admissions থেকেও ফলাফল পাওয়া যাবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট nu.edu.bd থেকে জানা যাবে।
আসসালামুয়ালাইকুম সুপ্রিয় টেকি বন্ধুরা, অনেকদিন পরে টিউন করতে বসলাম । আপনারা আল্লাহর রহমতে নিশ্চয়ই ভাল আছেন । আমি এখন আপনাদের সামনে একটি ভিডিও এডিটিং এর সফটওয়্যার নিয়ে আলোচনা করতে চাই । আপনারা হয়ত এর নাম আগেও শুনে থাকবেন । এ সফটওয়্যার গোল্ড অ্যাওয়ার্ড উইনারও পেয়েছে । যাই হোক, সফটওয়্যারটির নাম CyberLink PowerDirector 13 Ultimate. আমি আপনাদের সামনে সফটওয়্যারটির কিছু সুবিধা, ডাউনলোড লিঙ্ক এবং Patch দিব ইনশা আল্লাহ । যাক, তাহলে শুরু করা যাক ।
* এটি দিয়ে আপনি ছবি এবং ভিডিও উভয়ই ইমপোর্ট করতে পারবেন ।
* আফটার ইফেক্টের মত এটি দিয়েও ভিডিও রিসাইজ করতে পারবেন এবং ভিডিওর সাইজ ছোট বড় করতে পারবেন, ভিডিওর উপরে বা নিচে ছবি ব্যবহার করতে পারবেন ।
* টেক্সট এর জন্য কতগুলো রেডিমেট টেমপ্লেট ব্যবহার করতে পারবেন ।
* ভিডিও বা ছবির মধ্যে ইফেক্ট ব্যবহার করতে পারবেন ।
* রেডিমেট পার্টিকেল ব্যবহার করতে পারবেন ।
* ভিডিওকে রিসাইজ করে 3D ডিজাইনের লুকআপ দিতে পারবেন, ভিডিওতে Reflection দিতে পারবেন, Blur, Opacity, Shadow, Border, Fades, 3D Setting ইত্যাদি চেঞ্জ করতে পারবেন ।
* এছাড়া কতগুলো 2D এবং 3D ট্রাঞ্জিশন পাবেন ।
* এছাড়া ক্যামেরা ব্যবহার করে ভিডিও ব্যবহার করতে পারবেন, অডিও রেকর্ড এবং অডিও ইফেক্ট দিতে পারবেন ।
* আর সবচেয়ে মজার ব্যাপার হল, আপনি এ সফটওয়্যারের জন্য আপনি তাদের ওয়েবসাইট থেকে টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন ।
সফটওয়্যারটি ব্যবহার করে আমি মোটামুটি সন্তুষ্ট । এ সফটওয়্যার ইনষ্টল করার পরে সফটওয়্যারটি প্রথমে চলে নাই । যার কারনে আমি কম্পিউটার সেটাপ দেই এবং আল্লাহর রহমতে সফটওয়্যারটি চালাতে সক্ষম হই । আফটার ইফেক্টের সুবিধা অনেক কিন্তু আফটার ইফেক্টের Requirements যেহেতু বেশি, তাই বেশি চালাতে কম্পিটার হঠাৎ রিস্টার্ট হয়ে যায় । আমি মূলত ইউটিউব মার্কেটিঙয়ের জন্য সফটওয়্যারটি ডাউনলোড করি । আমি আমার চ্যানেলদ্বয় Online Islamic Video Storage এবং Free Online Video Tutorial এ নিয়মিত ভিডিও আপলোড দেয়ার চেষ্টা করি । এ সফটওয়্যারটি ব্যবহার করে ইনশা আল্লাহ আমি আরো সুন্দরভাবে ভিডিও উপস্থাপন করার চেষ্টা করব । সফটওয়্যারটির ডাউনলোড লিঙ্ক এবং Patch এর লিঙ্ক আমি নিচে দিলাম । তারপরও যদি ডাউনলোড এর সমস্যা হয়, আমাকে জানাবেন । আমি আপনার সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশা আল্লাহ । সর্বশেষে আমার ক্ষুদ্র ওয়েবসাইট দুইটিতে ভিজিটের অনুরোধ রইল । All Nasheed Collection এবং All Software & Crack Collection
ইনস্টলের ইনস্ট্রাকশন Patch ফাইল এ দেয়া আছে । আপনারা কষ্ট করে দেখে নিয়েন এবং ইনস্টলের সময় ইন্টারনেট কানেকশন বন্ধ রাখবেন । ইনস্টল শেষ হলে PowerDirector প্রয়োজনীয় আপডেট দিতে বলবে এবং আপডেট করে নিবেন । ভুলত্রুটি হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ ।
DOWNLOAD CYBERLINK POWERDIRECTOR 13 ULTIMATE FROM BELOW
আস সালামু আলাইকুম । এই টিঊনটি আমার প্রথম টিঊনটি তাই ক্ষমা সূন্দুর দৃষ্টিতে দেখবেন । যাইহোক । এই ট্রিকস পূর্বে শেয়ার করা হইছে বলে মনে হই না । আমি খুজে পাইনি । অনেক সময় আমরা দেখি অনেক বড় ফাইল কম্প্রেস করে এম্বি করে ফেলে । কিভাবে করে তাই আপনাদের জানাব । প্রথমেই বলে নেইএই পদ্দতিতে আপনি ইমেজ ভিডিও বা যা পূর্বে কম্প্রেস করা হয়েছে এমন ফাইল কম্প্রেস করলেও কোন কাজে আসবে না । তাহলে শূরু করি । প্রথমে windows xp র একটি iso ফাইল দিয়ে শূরু করব ।আপনি শুধু screen shot গুলো ফলো করুন । কম্প্রেস এর পূর্বে ফাইলটির সাইজ দেখুন ।
কাংখিত ফাইল এ রাইট বাটন প্রেস করে add to archive সিলেক্ট করন ।
কম্প্রেস পরে ফাইল এর সাইজ । এই ফটো টা দেখলে আরেকটু ভাল ভাবে বুঝবেন ।
এই পদ্দতিতে আরেকটা ফাইল কম্প্রেস করলাম আমার পিসি থেকে নিচের ফটোগুলো দেখেন ।
এর থেকে ভাল এবং কম সময়ে কম্প্রেস করার পদ্দতি আছে কিনা আমার জানা নাই । kgb দিয়া করলে ত একদিন লাগে ডিকম্প্রেস হতে । তাই আমার মনে হয় এই পদ্দতিটাই সেরা । যাই হক প্রথম টিউন টিউমেন্ট আশা করতেই পারি !!! বাংলা লেখা খুব কস্ট !!