চাকরি খোঁজার সময়টা ঘরে বসে অলস কাটিয়ে দেবেন না।প্রস্তুতি নিন। আপনাদের
এই প্রস্তুতির কথা মাথায় রেখে আমার আজকের টিউন। আজকে আপনাদের যে সফটওয়ারটি
দিব তা দিয়ে আপনি আপনার প্রস্তুতি কে একটু ঝালিয়ে নিতে পারেন। তাহলে আর
দেরি না করে এখন এ ডাউনলোড করে নিন MCQ test সফটওয়ারটি আর নিজেকে চাকরির বাজারে যুগ উপযোগী রাখুন খুব সহজে।
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
ডাউনলোড লিংকঃ MCQ test সফটওয়ার
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
নিচে কিছু Screen Shot দিলাম:
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
চাকরির বাজারে নিজেকে যুগ উপযোগী রাখবেন জেভাবে
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
আশা করি নিচের কাজ গুলো already সম্পন্ন করেছেন-
ভালো থাকবেন সবাই।
১. জীবন কে বদলে দেয়ার অভিপ্রায় নিয়ে শিভ খেরার "তুমিও জিতবে" দিয়ে যে টিউন শুরু করেছিলাম তা সংগ্রহ করেছেন ;
"যে বইটি বদলে দিতে পারে আপনার জীবন ধারা"
"যে বইটি বদলে দিতে পারে আপনার জীবন ধারা"
২. নিজের ছবিতে কোট পড়িয়েছেন কোট না পড়েই নিচের এই টিউন থেকে;
"কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!!!
"কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!!!
৩. আপনাদের CV বানানো শেষ করেছে আমার নিচের টিউন থেকে;
"নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি CV এর ডিফল্ট ফরম্যাট আর জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার"
"নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি CV এর ডিফল্ট ফরম্যাট আর জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার"
৪. বাংলা একাডেমির আর Oxford Pocket Dictionary ও নিশ্চই সংগ্রহ করে নিয়েছেন এই টিউন দুটি থেকে;
A. বাংলা একাডেমির ডিকশেনারি- "বাংলা একাডেমির ডিকশেনারি এখন মোবাইলে"
B. Oxford Pocket Dictionary- "বদলে ফেলুন ডিকশেনারিতে শব্দ খোজার স্টাইল"
0 comments:
Post a Comment