Tuesday, February 16, 2016

জেনে নিন CV তৈরির সময় কি কি বিষয় মাথায় রাখা দরকার আর নিয়ে নিন সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী ১৫টি চমৎকার CV এর ডিফল্ট ফরম্যাট

আসসালামু আলাইকুম,
চাকরি প্রাথীদের নিজেকে সঠিকভাবে উপস্থাপনের সর্বপ্রথম ধাপ হল একটি চমকপ্রদ CV বা জীবন বৃত্তান্ত।
একটি চমকপ্রদ CV দেখেই কোম্পানি গুলো আপনার সম্পর্কে প্রাথমিক ধারনা লাভ করে। কথায় আছে না "first impression is the best impression"। তাই আপনার CV টি হয়া দরকার সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী।
আমি আজ আপনাদের ১৫টি ভিন্ন ফরম্যাটের CV  এর ডিজাইন এর লিংক দিব যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার কাঙ্খিত সুন্দর, আধুনিক এবং সময় উপযোগী একটি CV তৈরি করতে পারবেন।
CV 1
CV 2
ডাউনলোড লিংকঃ CV FORMAT
আপনার জীবনবৃত্তান্ত (CV) তৈরীর আগে যে সকল বাস্তবতার দিকে নজর রাখবেন—
১. একজন চাকুরীদাতা গড়ে একটি জীবনবৃত্তান্ত (CV)-এর উপর ৩০ সেকেন্ডের বেশী সময় দেয় না ৷ সুতরাং এটি হতে হবে সংক্ষিপ্ত ৷ তথ্যগুলোর উপস্থাপন হতে হবে সুস্পষ্ট ৷ অপ্রয়োজনীয় বা অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তথ্য পরিহার করতে হবে ৷
২. একজন অনভিজ্ঞ/সদ্য পাস করা চাকুরীপ্রার্থীর জীবনবৃত্তান্ত এক থেকে দুই পাতার বেশী হওয়া কোনভাবেই উচিত্ নয় ৷
৩. আপনার জীবনবৃত্তান্ত হচ্ছে আপনার নিজেকে বিপণন করার মাধ্যম ৷ সুতরাং এটি হতে হবে আকর্ষণীয় ৷ তবে চটকদার কোন কিছু যেমন রঙিন কাগজ বা রঙিন কালি ব্যবহার করবেন না ৷ কোন কিছু Highlight করতে হলে সেটিকে Bold, italic বা underline করতে পারেন ৷
৪. মনে রাখবেন, আপনার জীবনবৃত্তান্তের মধ্যে যদি কোন বানান ভুল বা ভাষাগত/ Grammatical ভুল থাকে তবে সম্ভাব্য চাকুরীদাতার আপনার সম্বন্ধে নেতিবাচক ধারণা হবে ৷ এটি প্রকাশ পাবে যে আপনি কোন কাজই নির্ভুল ভাবে করতে সক্ষম নন ৷ সুতরাং একটি CV তৈরীর পর সেটি নিজে ভাল করে পড়ুন এবং শুদ্ধ ইংরেজী জানেন এমন ব্যক্তিকে দেখিয়ে নিন ৷
আশা করি এই টিউনটি সবার খুব কাজে আসবে।

কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!!!

আজ আমি আপনাদের জন্য নিয়ে আসেছি PNG format এর কিছু কোট।
আপনি কোট পড়ে ছবি তুলেননি ??? তাতে কি? আপনিও ইচ্ছে করলে আপনার ছবিতে কোট পরিধান করাতে পারেন।হ্যাঁ আর নয় রহস্য এবার কাজ শুরু করা যাক।
যা যা করতে হবেঃ
১. প্রথমে নিচের লিংক হতে PNG format এর কোট গুলো ডাউনলোড করে নিন
২. এরপর যে ছবিতে কোট পরাতে চান তা ফটোসপে ওপেন করুন;৩. ছবি ফটোসপে ওপেন করার পর আপনার পছন্দের একটি কোট ওপেন করুন।৪. Ctrl+A চেপে সম্পুরন কোটটি সিলেক্ট করুন;৪. যে ছবিতে কোট পরাতে চান সেখানে Ctrl+V চেপে পেস্ট করুন;

৫. এবার কোটটি আপনার ছবির সাথে adjust করার জন্য Move Tool(V) ব্যবহার করে কোটটিকে ছবিতে স্থাপন করুন, ডানে বামে সরান। প্রয়োজনে কোটটি বড় ছোট করে নিন (ছবিতে দেখেন);

৬। Crop Tool দিয়ে Hight=2 & Width =1.5 দিয়ে Crop করুন;

৭. এরপর ব্রাশ টুল ব্যবহার করে ছবিটি ফিনিশিং দেন এবং ছবিটি সেভ করুন।

ব্যাস আপনার সব কাজ শেষ।

নিজেকে চাকরির বাজারে যুগ উপযোগী রাখুন ডিজিটাল ভাবে

চাকরি খোঁজার সময়টা ঘরে বসে অলস কাটিয়ে দেবেন না।প্রস্তুতি নিন। আপনাদের এই প্রস্তুতির কথা মাথায় রেখে আমার আজকের টিউন। আজকে আপনাদের যে সফটওয়ারটি দিব তা দিয়ে আপনি আপনার প্রস্তুতি কে একটু ঝালিয়ে নিতে পারেন। তাহলে আর দেরি না করে এখন এ ডাউনলোড করে নিন MCQ test সফটওয়ারটি আর নিজেকে চাকরির বাজারে যুগ উপযোগী রাখুন খুব সহজে।
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
ডাউনলোড লিংকঃ MCQ test সফটওয়ার
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
নিচে কিছু Screen Shot দিলাম:

আশা করি সফটওয়্যারটি আপনার কাজে লাগবে।
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
চাকরির বাজারে নিজেকে যুগ উপযোগী রাখবেন জেভাবে
: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :: :
আশা করি  নিচের কাজ গুলো already সম্পন্ন করেছেন-
১. জীবন কে বদলে দেয়ার অভিপ্রায় নিয়ে শিভ খেরার "তুমিও জিতবে" দিয়ে যে টিউন শুরু করেছিলাম তা সংগ্রহ করেছেন ;
"যে বইটি বদলে দিতে পারে আপনার জীবন ধারা"
২. নিজের ছবিতে কোট পড়িয়েছেন কোট না পড়েই নিচের এই টিউন থেকে;
"কোট পড়ে ছবি তুলেননি, তাতে কি হলো? এখনই আপনার ছবিতে কোট পড়িয়ে নিন!!!
৪. বাংলা একাডেমির আর Oxford Pocket Dictionary ও নিশ্চই সংগ্রহ করে নিয়েছেন এই টিউন দুটি থেকে;
        A. বাংলা একাডেমির ডিকশেনারি- "বাংলা একাডেমির ডিকশেনারি এখন মোবাইলে"
ভালো থাকবেন সবাই।

Wednesday, February 3, 2016

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Honours 1st Year Special Exam Result দেখুন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের Honours 1st Year Special Exam Result Honours first Year Special Exam Result 2014 National University published today. Honours 1st Year Special Exam Result 2014 National University is for session 2014. Honours 1st Year Special Exam Result National University will be declared on 2nd February 2016. Honours First Year Special Exam Result will publish by National University official website at NU.Edu.BD.
সবার আগে রেজাল্ট দেখতে চাইলে এখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Honours 1st Year Special Exam Result Honours first Year Special Exam Result 2014 National University published today. Honours 1st Year Special Exam Result 2014 National University is for session 2014. Honours 1st Year Special Exam Result National University will be declared on 2nd February 2016. Honours First Year Special Exam Result will publish by National University official website at NU.Edu.BD.
সবার আগে রেজাল্ট দেখতে চাইলে এখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের Honours 1st Year Special Exam Result Honours first Year Special Exam Result 2014 National University published today. Honours 1st Year Special Exam Result 2014 National University is for session 2014. Honours 1st Year Special Exam Result National University will be declared on 2nd February 2016. Honours First Year Special Exam Result will publish by National University official website at NU.Edu.BD.
সবার আগে রেজাল্ট দেখতে চাইলে এখানে ক্লিক করুন

 
Design by Bloger KaMrul | Bloggerized by KaMrul HaSan - Premium Blogger Themes | Hosted KaMrul Hasan